সার্চ ইঞ্জিন সম্পর্কে জানার আগ্রহ সকলের আছে । কারণ এই ইন্টারনেটের এই যুগে আমরা কোনো কিছু খুজতে গেলে আগে সার্চ ইঞ্জিনে সেটা জানার চেষ্টা করি ।
আপনার নির্দিষ্ট তথ্যকে সকলের আগে স্কিনে হাজির করে থাকে এই ইঞ্জিন । সেখান থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলোকে নিয়ে থাকি ।
সার্চ ইঞ্জিন কী?
সার্চ ইঞ্জিনকে মূলত ওয়েব অনুসন্ধান ইঞ্জিন বা সফটওয়্যার প্রোগ্রাম বলা হয় যেখানে তথ্য জমা করে রাখে প্রয়োজনীয় সময় সার্চ দিলে আপনার কাছে উপস্থাপন করে থাকে তথ্য ।
সার্চ ইঞ্জিন একটি স্ক্রিপ্টের মাধ্যমে রান হয়ে থাকে যা নেট জগতে ঘুরে বেডায় । ঘুরে বেড়ানোর সাথে সাথে সকল তথ্যকে সংরক্ষন করে থাকে ।
যখন কেউ কোনো তথ্যকে সার্চ করে তখন তাদের জমানো কোটি কোটি ওয়েব পেজের তথ্য থেকে বাচাই করে সার্চকারীর নির্দিষ্ট তথ্যটি দিয়ে থাকে ।
সার্চ ইঞ্জিনের প্রকারভেদ?
কার্যপ্রণালী ও অ্যালগরিদমের উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিনকে ৩ ভাগে ভাগ করা যায়। যথাঃ
- প্রাইমারি সার্চ ইঞ্জিন ( গুগল, বিং,ইয়াহু ইত্যাদি)
- সেকেন্ডারি সার্চ ইঞ্জিন (এমএসএন, স্ন্যাপ,হটবট ইত্যাদি)
- টার্গেটেড সার্চ ইঞ্জিন (এওএল সার্চ, লাইকস, আল্টা বিস্তা ইত্যাদি)
তবে সার্চ ইঞ্জিন মূলত ৪ ধরণের। যথাঃ
- Crawler Search Engine
- Web Directories
- Hybrid Search Engine
- Meta Search Engine
বিশ্বের জনপ্রিয় ১০টি সার্চ ইঞ্জিন
১. Google
সার্চ ইঞ্জিন এর কথা যখনই আমাদের মাথায় আশে তাখনই আমরা ভেবে নিই গুগলের কথা । গুগল তাদের মধ্যে জনপ্রিয় ।
গুগল সার্চ জগতের এই মুহুর্তে ৯২.৪৭ মার্কেট শেয়ার নিয়ে বসে আছে । য দিন দিন আরও বাড়ছে । ব্যবহারকারীর উন্নত সেবা দেওয়ার জন্য তারা সর্বদা কাজ করে যাচ্ছে ।
২.Bing
মাইক্রোসফট এর উইন্ডোজ দিলে আপনার পিসি বা ল্যাপটপে একটি ডিফল্টভাবে সার্চ ইঞ্জিন থাকবে সেটা হল বিং । এই ইঞ্জিনটি মাইক্রোসফট ডেভেলপ করেছে ।
এরা তাদের ব্যবসার বিভিন্ন পরিশেবা যেমনঃ ভিডিও, ইমেজ, মানচিত্র, বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে । বিং এখন পর্যন্ত ২.৭১ ভাগ মার্কেট শেয়ার নিয়ে আছে ।
৩. Baidu
এটি একটি মূলত চীনা সার্চ কোম্পানি । তারা ২০০০ সালের ১ল জানুয়ারি বাজারে আশে । তাদের চীনে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে । এরা তাদের ব্যবসার বিভিন্ন পরিশেবা যেমনঃ ভিডিও, ইমেজ, মানচিত্র, বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে ।
চীন তারা নিজেদের কাজে ব্যবহার করে থাকে । তারা বাইরের তা তেমন ব্যবহার করে না । এখন পর্যন্ত গ্লোবাল ১.৪৫ভাগ মার্কেট শেয়ার নিয়ে আছে ।
৪.Ask.com
এই ওয়েব সাইটটি মূলত প্রশ্নের উপর ভিত্তি করে উত্তর দিয়ে থাকে । যদি তাদের ওয়েব সাইটে কোনো প্রকার উত্তর না থাকে তাহলে তারা অন্য সাইট থেকে উত্তর নিয়ে ব্যবহারীর কাছে উপস্থাপন করে । এখন পর্যন্ত গ্লোবাল ০.১৮ ভাগ মার্কেট শেয়ার নিয়ে আছে ।
৫. Yahoo
এক সময়কার জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু । এক সময় এই জগতে মার্কেট পায় সব তাদের দখলে ছিল । এরা তাদের ব্যবসার বিভিন্ন পরিশেবা যেমনঃ ভিডিও, ইমেজ, মানচিত্র, বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে ।
তারা বিভিন্নভাবে গ্রাহকের কাছে সেবা প্রদান করে থাকে । এখন পর্যন্ত গ্লোবাল 1.64 ভাগ মার্কেট শেয়ার নিয়ে আছে .
৬. DuckDUckGO
আপনি যদি গোপনীয়তা নিয়ে একটু বেশী চিন্তায় থাকেন তাহলে এইটি ব্যবহার করতে পারনে । তাদের তাদের ব্রাউজার ও সার্চ সেবাটি অধিক পরিমানে গোপনীয়তের সাথে করে থাকে ।
তাদের এই গোপনীয় এই নীতির কারণে আল্প কয়েক বছরে ভালো জনপ্রিয়তা পেয়েছে । এখন পর্যন্ত গ্লোবাল ০.৬৬ ভাগ মার্কেট শেয়ার নিয়ে আছে ।
৭. AOL
এটি মূলত একটি আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা । এরা ১৯৮৩ সালে কন্ট্রোল ভিডিও কনফারেসিং হিসেবে তাদের যাত্রা শুরু করে । এরা কোম্পনির বিজ্ঞাপন দিয়ে আয় করে থাকে । এখন পর্যন্ত গ্লোবাল ০.৬ ভাগ মার্কেট শেয়ার নিয়ে আছে ।
৮. Yandex
এটা মূলত একটা রাশিয়ান ইন্টারনেট কোম্পানি । রাশিয়ায় এটা সর্বাধিক ব্যবহার হয়ে থাকে । এরা ও গুগলের মত অনেক সার্ভিস দিয়ে থাকে ।
৯. Excite
এই সাইট অনেক পুরাতন হয়ে তেমন একটা জনপ্রিয়তা অর্জন করতে পারে নি । তারা অল্প পরিমাণ সেবা দিয়ে থাকে ।
১০. Wolfram Alpha
এই সাইটি সার্চ করার পর অনুসন্ধান করার ফলাফল প্রদান করে না । এই সাইটটি অনেকটা উইকিপিয়ার এর মত কাজ করে থাকে । বিভিন্ন সময়, ইতিহাস, গণিত, রসায়ন, আরও বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দিয়ে থাকে ।
সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?
আমরা যখন কোন কিছু জানার জন্য সার্চ ইঞ্জিনে সার্চ করি তখন সার্চ করা কিওয়ার্ডটি কোন ওয়েবসাইটের টাইটেল, ডিসক্রিপশন, কন্টেন্ট ইত্যাদির সাথে ম্যাচ করবে, তখন সেই ওয়েবসাইটগুলো সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেইজে দেখানো হয়। সার্চ করা কি ওয়ার্ড এর সাথে ওয়েবসাইটের কন্টেন্টের মিল থাকলেই ওয়েবসাইটগুলোকে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেইজে দেখানো হয়।
তাছাড়া ওয়েব সার্চ ইঞ্জিন একটি স্পাইডার বা ওয়েব স্কলার পাঠিয়ে সমস্ত লাইভ ওয়েবসাইট থেকে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করে।কোন ওয়েবসাইটে যখন নতুন তথ্য অ্যাড করা হয় পুরনো তথ্য আপডেট করা হয় তখন ওয়েব স্কলার বা Search Engine বট সেখানে হাজির হলে তথ্যগুলো সংগ্রহ করে নেয়।
দীর্ঘদিন ধরে যদি কোন ওয়েবসাইটে পোস্ট করা না হয় বা পুরনো তথ্য আপডেট করা না হয় তব Search Engine সেখানে ভিজিট করা বন্ধ করে দেয় না, নিয়মিতই ভিজিট করে। এভাবে মিনিটে মিনিটে লাখ লাখ ওয়েবসাইট ভিজিট করে সার্চ ইঞ্জিন বটগুলো ওয়েবসাইটে থাকা সব তথ্য সংগ্রহ করে।
সার্চ ইঞ্জিনের আরেকটি সহকারী প্রোগ্রাম হল ইনডেক্সার। এর কাজ হল তথ্যগুলো পড়ে নিয়ে স্তরে স্তরে জমা রাখা। আবার কোন লেখা ডুপ্লিকেট হলে বা মানসম্মত না হলে বা ব্রোকেন ইউআরএল হলে ইন্ডেক্সার Search Engine থেকে সেসব তথ্য মুছে ফেলে।
তাছাড়া তথ্য মুছে ফেলার আরেকটি প্রোগ্রাম রয়েছে। সেটি হলো প্রোপার্টি অ্যালগরিদম। এটি ডুপ্লিকেট তথ্য মুছে দেয় এবং প্রয়োজনীয় তথ্যগুলো আলাদা করে। সার্চ ইঞ্জিনের সার্চ করার পর এর সাহায্যেই আমরা সঠিক ও উপযুক্ত উত্তর পেয়ে থাকি। এভাবেই সার্চ ইঞ্জিন কাজ করে।