আমরা বাঙালি জাতি। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে, বাঙালি হওয়া স্বত্বেও আমাদেরকে কেউ বাংলা মাসের নাম জিগালে আমরা বলতে পারি না অর্থাৎ বাংলা বারো মাসের নাম জানি না। তাই যারা বাংলা বারো মাসের নাম জানে না, তাদের জন্য এ আর্টিকেলটি লিখা। এ আর্টিকেলটি পড়ে আপনি খুব সহজে বাংলা মাসের নামগুলো শিখতে পারবেন। এরপর কেউ জিগালে আর লজ্জায় পড়তে হবে না, আপনি উওর দিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন বাংলা মাসের নাম সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
বাংলা বারো মাসের নাম (Months name)
বাংলা মাস | ইংরেজি মাস | ঋতু / কাল |
---|---|---|
বৈশাখ | এপ্রিল – মে | গ্রীষ্ম |
জ্যৈষ্ঠ | মে – জুন | গ্রীষ্ম |
আষাঢ় | জুন – জুলাই | বর্ষা |
শ্রাবণ | জুলাই – আগস্ট | বর্ষা |
ভাদ্র | আগস্ট – সেপ্টেম্বর | শরৎ |
আশ্বিন | সেপ্টেম্বর – অক্টোবর | শরৎ |
কার্তিক | অক্টোবর – নভেম্বর | হেমন্ত |
অগ্রহায়ণ | নভেম্বর – ডিসেম্বর | হেমন্ত |
পৌষ | ডিসেম্বর – জানুয়ারি | শীত |
মাঘ | জানুয়ারি – ফেব্রুয়ারী | শীত |
ফাল্গুন | ফেব্রুয়ারি – মার্চ | বসন্ত |
চৈত্র | মার্চ – এপ্রিল | বসন্ত |
বাংলা বারো মাসের নাম ইংরেজিতে
- Boisakh
- Joishtho
- Ashar
- Srabon
- Vadro
- Ashwin
- Kartik
- Agrahyan
- Poush
- Magh
- Falgun
- Chaitra
বাংলা কোন মাসে কোন ঋতু থাকে (Six seasons name)
বাংলা মাসের নাম | ঋতু / কাল |
---|---|
বৈশাখ ও জৈষ্ঠ্য | গ্রীষ্মকাল |
আষাঢ় ও শ্রাবণ | বর্ষাকাল |
ভাদ্র ও আশ্বিন | শরৎ কাল |
কার্তিক ও অগ্রহায়ণ | হেমন্তকাল |
পৌষ ও মাঘ | শীতকাল |
ফাল্গুন ও চৈত্র | বসন্তকাল |
বাংলা মাসগুলোতে ইংরেজি কি কি মাস থাকে?
বাংলা মাস | ইংরেজি মাস |
বৈশাখ | এপ্রিল – মে |
জ্যৈষ্ঠ | মে – জুন |
আষাঢ় | জুন – জুলাই |
শ্রাবণ | জুলাই – আগস্ট |
ভাদ্র | আগস্ট – সেপ্টেম্বর |
আশ্বিন | সেপ্টেম্বর – অক্টোবর |
কার্তিক | অক্টোবর – নভেম্বর |
অগ্রহায়ণ | নভেম্বর – ডিসেম্বর |
পৌষ | ডিসেম্বর – জানুয়ারি |
মাঘ | জানুয়ারি – ফেব্রুয়ারী |
ফাল্গুন | ফেব্রুয়ারি – মার্চ |
চৈত্র | মার্চ – এপ্রিল |
যাদের নাম অনুসারে বাংলা মাসের নাম এলো
মাসের নাম | কোথা থেকে আসল |
---|---|
বৈশাখ | কীর্ত্তন নাম অনুসারে |
জৈষ্ঠ্য | অগ্নি দেবতার নাম অনুসারে |
আষাঢ় | আষাঢ়ি পূর্ণিমার নাম অনুসারে |
শ্রাবণ | ব্রাক্ষ্ মা দেবের নাম হতে |
ভাদ্র | শ্রীকৃষ্ণের বাঁশি হতে |
আশ্বিন | অশ্বিনী কুমারের নাম হতে |
কার্তিক | কার্তিক দেবতার নাম অনুসারে |
অগ্রহায়ণ | সূর্য দেবতার পরিক্রমণ হতে |
পৌষ | পার্বন হতে আগত |
মাঘ | তীর্থস্হান হতে আগত |
ফাল্গুন | জলন্ত কাঠ বা যজ্ঞ হতে আগত |
চৈত্র | বাসন্তী দেবীর শাড়ি হতে আগত |
মূলত সূর্যকে কেন্দ্র করে এসব নামের উৎপত্তি হয়েছে।
বাংলা ১২ মাসের নামগুলো কোন কোন সন বা নক্ষত্র থেকে নেওয়া হয়েছে?
১৫৮৪ খ্রিষ্টাব্দে, মুগল সম্রাট আকবরের বাংলা সনের প্রবর্তনের কথা আমরা প্রায় সবাই জানি। এবার চলুন তাহলে বাংলা পঞ্জিকার বার মাসের নামের প্রবর্তনের কথা জেনে নেই।
বাংলা সনের মাসের নামগুলো অন্য কোনো সন থেকে নেওয়া হইনি। এগুলো নামকরণ করা হয়েছে নক্ষত্রমন্ডলে চন্দ্রের আবর্তনে বিশেষ তারার অবস্থানের উপর ভিত্তি করে। মূলত বাংলা মাসের সবগুলো নামই এসেছে বিভিন্ন নক্ষত্রের নাম থেকে।
- বৈশাখ — বিশাখা নক্ষত্রের নাম অনুসারে
- জ্যৈষ্ঠ— জ্যেষ্ঠা নক্ষত্রের নাম অনুসারে
- আষাঢ়— উত্তর ও পূর্ব আষাঢ়া নক্ষত্রের নাম অনুসারে
- শ্রাবণ— শ্রাবণা নক্ষত্রের নাম অনুসারে
- ভাদ্র — উত্তর ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নাম অনুসারে
- আশ্বিন— আশ্বিনী নক্ষত্রের নাম অনুসারে
- কার্তিক— কৃত্তিকা নক্ষত্রের নাম অনুসারে
- অগ্রহায়ণ— মৃগশিরা নক্ষত্রের নাম অনুসারে
- পৌষ— পুষ্যা নক্ষত্রের নাম অনুসারে
- মাঘ— মঘা নক্ষত্রের নাম অনুসারে
- ফাল্গুন— উত্তর ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের নাম অনুসারে
- চৈত্র— চিত্রা নক্ষত্রের নাম অনুসারে
আজকের মতো এখানেই থাকলো। আশা করি আর্টিকেলটি পড়ে আপনি বাংলা বারো মাসের নাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর আর্টিকেল পড়ে ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন কিন্তু। ধন্যবাদ।